তাশাহুদ বাংলা উচ্চারণ (Tashahhud bangla) দেখেনিন এক নজরে। ফরজ নামাজ ইবাদতের ভেতরে এবং বাইরে কিছু দোয়া রয়েছে যেগুলো যথাযথভাবে আদায় করাও গুরুত্বপূর্ণ। এর মধ্যে দুই রাকাআত পর পর বৈঠকে বসা ও নামাজে দুই রাকাত পর পর বসে বা প্রত্যেক বৈঠকে তাশাহহুদ পড়তে হয়। তাশাহহুদ পড়া ওয়াজিব বা আবশ্যক। কিন্তু অনেকের পড়া সহিহ হয়না আরবি ব্যাকরণ কিংবা সঠিক তেলোয়াতের নিয়ম না জানার কারণে। আবার অনেকেরই তাশাহহুদের অর্থ ও ফজিলত সম্পর্কে জানে না। অতএব সঠিক উচ্চারণ না জানার কারণে সাওয়াবের বিপরীতে গুনাহ হতে পারে। আমরা তাশাহুদ বাংলা উচ্চারণ, অর্থ ও এর ফজিলত তুলে ধরছি।
তাশাহহুদ আরবি উচ্চারণ – আত্তাহিয়্যাতু
التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ ، السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ ، السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ
তাশাহুদ বাংলা উচ্চারণ – আত্তাহিয়্যাতু
আত্তাহিয়্যাতু লিল্লাহি ওস্সালা ওয়াতত্বায়্যিবা-তু; আসসালা-মু আলাইকা আয়্যুহান্নাবিয়্যু ওয়ারহমাতুল্লহি ওয়া বারকা-তুহ; আসসালামু আলাইনা ওয়া আয়ালা ইবাদিল্লাহিস-সলিহীন; আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লহু ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রসুলুহু।
তাশাহুদের অডিও সাউন্ড
Tashahhud bangla (Attahiyyatu)
Attahiyyatu lillahi ossala watvayyiba-tu; Assala-mu alaika ayuhannabiyyu warahmatullahi wa barka-tuh; Assalamu Alaina wa Ayala Ibadillahis-Saliheen; Ashhadu Allah Illaha Illallahu Washhadu Anna Muhammadan Abduhu wa Rasuluhu.
আত্তাহিয়্যাতু – তাশাহুদ বাংলা অর্থ
‘সব মৌখিক ইবাদত আল্লাহর জন্য। হে নবি! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক এবং আল্লাহর অনুগ্রহ ও বরকত বর্ষিত হোক। শান্তি আমাদের ওপর এবং আল্লাহর নেক বান্দাদের ওপর বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ বা উপাস্য নাই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল।
তাশাহুদ এর ফজিলত
প্রশ্ন: নামাজে তাশাহুদ পড়ার সময় শাহাদাত বা তর্জনী আঙুল দ্বারা কখন ইশারা করবে?
উত্তর: নামাজি ব্যক্তি নামাজের মধ্যে যখন মৌখিকভাবে তাওহিদের সাক্ষ্য দেয়, তখন তার আঙুলও এই সাক্ষ্য দেবে। এ জন্য আত্তাহিয়াতু পড়তে পড়তে যখন ‘আশহাদু আল্লা… ইলাহা’ পর্যন্ত পৌঁছবে, তখন বৃদ্ধাঙ্গুলি ও মধ্যমা দ্বারা গোল ভিত্ত বানাবে এবং শাহাদত আঙুল দ্বারা ইশারা করবে।
আর কনিষ্ঠা ও অনামিকা হাতের তালুর সঙ্গে যুক্ত থাকবে। ‘ইল্লাল্লাহ’ বলার পর শাহাদত আঙুল নিচু করবে। তবে অন্য আঙুলগুলো আপন অবস্থায় নামাজের শেষ পর্যন্ত থাকবে।
উল্লেখ্য, বৃদ্ধাঙ্গুলির নিকটতম আঙুলকে শাহাদত আঙুল বলা হয়। ইশারা শেষ করে আঙুল আর নাড়াচড়া করবে না।
তথ্যসূত্র: সহিহ মুসলিম হাদিস নং-১৩৩৬, সুনানে আবু দাউদ, হাদিস নং-৯৮৯