বর্ডার গার্ড বাংলাদেশ এ সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি – ২০২১
বর্ডার গার্ড বাংলাদেশ এ যােগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হােন ডিজিটাল পদ্ধতিতে ৯৮তম ব্যাচে সিপাহী (জিডি) পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি
সংস্থার নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)
চাকরির অবস্থান: বাংলাদেশের যেকোনো স্থানে
চাকরির শ্রেণী: সরকারি চাকরি
লিঙ্গ: পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা: জেএসসি পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস প্রার্থীরা আবেদনের যোগ্য।
অন্যান্য যােগ্যতা নাগরিকত্ব : বাংলাদেশি পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাকপ্রাপ্ত গ্রহণযােগ্য নহে)
বেতন: জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ – ২১৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মােতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধাদি।
অন্যান্য সুবিধা: সরকারী নীতি অনুযায়ী।
প্রকাশিত: ১৩-১০-২০২১
অনলাইন আবেদন শুরুর তারিখ: ১৫ অক্টোবর ২০২১
আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২১
চাকরির সূত্র: www.baf.mil.bd
আবেদনের নিয়মঃ নিচের পিডিএফ দেখুন
PDF: ৯৮ তম ব্যাচে সিপাহী পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি
করােনা স্বাস্থ্যবিধি মেনে চলুন এবং সামাজিক দূরুত্ব বজায় রাখুন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ ভর্তির ব্যাপারে প্রতারকের কবল থেকে সতর্ক থাকুন
১। বিজিবিতে সিপাহী পদে ভর্তি কেবলমাত্র সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞপ্তি ও মােবাইল এসএমএসএ উল্লেখিত তারিখ ও স্থান অনুযায়ী বিজিবি রিক্রুটিং টিমের মাধ্যমেই হয়ে থাকে। বিচ্ছিন্ন কোন স্থান, সময় বা ব্যক্তিবর্গের মাধ্যমে নয়।
২। আপনি আপনার যােগ্যতাবলেই বিজিবিতে সিপাহী পদের জন্য নির্বাচিত হবেন, কোন ব্যক্তির তদবির বা সুপারিশ আপনার অযােগ্যতা প্রমাণ করে।
৩। বিজিবিতে ভর্তির বিষয়ে কোন প্রকার আর্থিক লেনদেন এর ঘটনা প্রমানিত হলে চাকুরী জীবনের যে কোন সময় শাস্তি প্রদানসহ বরখাস্ত করা হয়ে থাকে।
৪। বিজিবিতে কেবলমাত্র রিক্রুটিং অফিসার কর্তৃক সরাসরি লােক ভর্তি ও নিয়ােগপত্র প্রদান করা হয়ে থাকে। তাই ভর্তির ব্যাপারে প্রতারক বা দালালদের কবল হতে সতর্ক থাকুন। উৎকোচের বিনিময়ে বিজিবিতে লােক ভর্তি করা হয় না। কেউ প্রতারণা করার চেষ্টা করলে তাকে নিকটস্থ আইন প্রয়ােগকারী সংস্থার নিকট সােপর্দ করুন।
৫। প্রতারক সম্পর্কে সুনির্দিষ্ট অভিযােগ রিক্রুটিং অফিসারকে অবহিত করুন। প্রতারকের কবল থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।