প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১
বাহিনী সদর দপ্তর এবং প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরসহ আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের প্রশাসনিক আওতাধীন বেসামরিক শূন্যপদসমুহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত নিয়োগ বিজ্ঞপ্তি
PDF: বেসামরিক শূন্যপদসমুহ অস্থায়ী ভিত্তিতে পূরণের নিমিত্ত নিয়োগ বিজ্ঞপ্তি
সংস্থার নাম: প্রতিরক্ষা মন্ত্রণালয়
চাকরির অবস্থান: বাংলাদেশের যেকোনো স্থানে
চাকরির শ্রেণী: সরকারি চাকরি
লিঙ্গ: পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
বয়সসীমা : ১৮ থেকে ৩০
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর বা সম্মান, ডিপ্লোমা
অন্যান্য যােগ্যতা নাগরিকত্ব : বাংলাদেশি পুরুষ/মহিলা নাগরিক।
বৈবাহিক অবস্থা : অবিবাহিত/বিবাহিত।
বেতন: ৯ম ও ১০ম গ্রেড
অন্যান্য সুবিধা: সরকারী নীতি অনুযায়ী।
প্রকাশিত: 25 অক্টোবর এবং 20 নভেম্বর 2021।
অনলাইন আবেদন শুরুর তারিখ: 26 অক্টোবর এবং 20 নভেম্বর 2021।
আবেদনের শেষ তারিখ: 28 নভেম্বর 2021 এবং 27 ফেব্রুয়ারি 2022।
চাকরির সূত্র: mod.portal.gov.bd