মেহেরুন্নেসা কে খুঁজে পাওয়া যাচ্ছে না
বিয়ের বয়স এক মাস হয়েছে । বিয়ের তারিখ 16/06/2021 । গত 15/07/2021 সকালে বাসায় এসেছিল একদিনের জন্য বেড়াতে। আবার সেই রাতে তার স্বামীর বাড়ি থেকে এসে রাতে নিয়ে যায়। পরের দিন সকালে সাতটার দিকে দিকে তার খালা ফোনে যোগাযোগের জন্য চেষ্টা করেও ব্যর্থ হয় । এরপরে মেহেরুন্নেসার স্বামীকে মেহেরুন্নেসার খালা ফোন দেয়, মেহেরুন্নেসা সম্পর্কে জানতে চাইলে সে বাড়িতে না থাকার কথা বলে এবং কিছুক্ষন পর নিশ্চিত করবে বলে ফোন রেখে। এবং কিছুক্ষণ পর ফোন কলে মেহেরুন্নেসার নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে।
এখনো পর্যন্ত মেহেরুন্নেসাকে খুঁজে পাওয়া যায়নি এই মর্মে আমার জানালা নিউজকে তার পরিবার থেকে নিশ্চিত করা হয়েছে ।
কোন সরিদয়বান ব্যক্তি যদি তার বিষয়ে কোন খোঁজ পেয়ে থাকেন তাহলে নিচের দেয়া নাম্বারে ফোন করার অনুরোধ রইলো
01639229739 ” 01641-305518 ” 01811667426
রেফারেন্স: মেয়ের খালাতো ভাই (ইফরান খান আলামিন)