একজন মুসলিম ব্যক্তি যখন কোন কাজ করতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হয় অর্থাৎ সিদ্ধান্ত নিতে ইতস্ত বোধ করে তখন সে মুসলিম ব্যক্তি মহান আল্লাহতালার উপর ভরসা রেখে ইস্তেখারা নামাজ আদায় করে থাকে। ইস্তেখারা নামাজের জন্য রয়েছে বিশেষ দোয়া নিম্নে Istikhara Dua Bangla বিস্তারিত আলোকপাত করা হলো।
Istikhara dua মূল আরবি:
اللَّهُمَّ إِنِّي أَسْتَخِيرُكَ بِعِلْمَكَ، وَأَسْتَقْدِرُكَ بِقُدْرَتِكَ، وَأَسْأَلُكَ مِنْ فَضْلِكَ الْعَظِيمِ، فَإِنَّكَ تَقْدِرُ وَلَا أَقْدِرُ، وَتَعْلَمُ، وَلَا أَعْلَمُ، وَأَنْتَ عَلَّامُ الْغُيُوبِ، اللَّهُمَّ إِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ- خَيْرٌ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي- عَاجِلِهِ وَآجِلِهِ- فَاقْدُرْهُ لِي وَيَسِّرْهُ لِي ثُمَّ بَارِكْ لِي فِيهِ، وَإِنْ كُنْتَ تَعْلَمُ أَنَّ هَذَا الْأَمْرَ شَرٌّ لِي فِي دِينِي وَمَعَاشِي وَعَاقِبَةِ أَمْرِي- عَاجِلِهِ وَآجِلِهِ- فَاصْرِفْهُ عَنِّي وَاصْرِفْنِي عَنْهُ وَاقْدُرْ لِيَ الْخَيْرَ حَيْثُ كَانَ ثُمَّ أَرْضِنِي بِهِ
Stikhara dua bangla uccaron (বাংলা উচ্চারণ):
‘আল্লাহুম্মা ইন্নি আসতাখিরুকা বিইলমিকা ওয়া আসতাকদিরুকা বিকুদরাতিকা ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আজিমি ফাইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু ওয়া তালামু ওয়া লা আলামু ওয়া আংতা আল্লামুলগুয়ুব; আল্লাহুম্মা ইন কুনতা তালামু আন্না হাজাল আমরা (এখানে নিজের ইচ্ছা, কাজ বা পরিকল্পনার কথা বলা) খাইরুন লি ফি দ্বীনি ওয়া মায়িশাতি ওয়া আক্বিবাতি আমরি ফি আঝিলি আমরি ফি আঝেলে আমরি ওয়া আঝেলিহি ফাইয়াসসিরহু লি ছুম্মা বারিক লি ফিহি ওয়া ইন কুনতা তালামু আন্না হাজাল আমরা (এখানে নিজের ইচ্ছা, কাজ বা পরিকল্পনার কথা বলা) শাররুন লি ফি দ্বীনি ওয়া মায়িশাতি ওয়া আক্বিবাতি আমরি ফি আঝেলে আমরি ওয়া আঝেলিহি ফাসরিফহু আন্নি ওয়াসরিফনি আনহু ওয়াক্বদুরলিয়াল খাইরা হাইছু কানা ছুম্মা আরদিনি বিহি।’ (এখানেও নিজের ইচ্ছা, কাজ বা পরিকল্পনার কথা বলা)
(সহীহ বুখারী ভলিউম ২, বুক ২১, হাদিস নম্বর ২৬৩)
ইস্তেখারা দোয়া বাংলা অর্থ:
‘হে আল্লাহ! আমি তোমার জ্ঞানের সাহায্য চাইছি, তোমার শক্তির সাহায্য চাইছি এবং তোমার মহান অনুগ্রহ চাইছি। তুমিই শক্তি ও ক্ষমতার অধিকারী, আমার কোনো ক্ষমতা নেই। তুমি অফুরন্ত জ্ঞানের অধিকারী, আমার কোনো জ্ঞান নেই। তুমি অদৃশ্য বিষয়ে সম্পূর্ণরূপে ও সম্যকভাবে জানো। হে আল্লাহ! তুমি যদি এ কাজটি আমার জন্য, আমার দ্বীনের দৃষ্টিকোণ থেকে, আমার জীবন যাপনের ব্যাপারে এবং আমার কাজের পরিণামের দিক থেকে অথবা আমার দুনিয়া ও আখিরাতের ব্যাপারে ভালো মনে কর; তবে তা আমার জন্য নির্দিষ্ট করে দাও এবং আমার জন্য সহজ করে দাও।’ (বুখারি)
Stikhara dua English:
‘Allahumma inni astakhiruka biilmika wa astakdiruka bikudratika wa asaluka min fadlikal ajimi faynaka takdiru wa la akdiru wa talamu wa la alamu wa anta allamulguyub; Allahumma in kunta talamu anna hajal amra (here speaking of one’s wishes, actions or plans) khairun li fi deeni wa mayishati wa aqibati amri fi azhili amri fi ajhele amri wa azhelihi faiyassirhu li chumma barik li fihi wa in kunta talamu anna hajal amra (here speaking of one’s wishes, deeds or plans) Sharrun li fi dini wa mayishati wa aqibati amri fi azhele amri wa azhelihi fasrifhu anni wasrifni anhu waqbdurliyal khaira haichu kana chumma ardini bihi.'(Also speaking of one’s wishes, deeds or plans)
Meaning in English:
Oh God! I seek the help of Your wisdom, I seek the help of Your strength and Your great grace. You have the power and the power, I have no power. You have infinite knowledge, I have no knowledge. You know the unseen completely and accurately. O Allah! If you consider this action good for me, from the point of view of my religion, in terms of my living and in terms of the results of my deeds, or in terms of my world and the hereafter; But make it clear for me and make it easy for me.’ (Bukhari).
আরো পড়ুন: বাথরুমে যাওয়ার দোয়া