#একটি_হারানো_বিজ্ঞপ্তিঃ— সবার দৃষ্টি আকর্ষন করছিঃ দয়া করে সবাই শেয়ার দিবেন বলে আমার বিশ্বাস কারণ আপনার একটি শেয়ার হতে পারে বুকখালি হওয়া সন্তানহারা এক বাবা মায়ের এক বিশাল প্রাপ্তিস্থান। নাম মোঃ জোবায়ের আহমেদ, পিতা মোঃ নূরুল ইসলাম গ্রামঃ ছোটফালিয়া, মাগুরা সদর মাগুরা। মোঃ জোবায়ের আহমেদ এর বয়স ২৬ বছর। সে মাগুরাতে ডাচ বাংলা ব্যাংকিং এ চাকুরী করেন।প্রতিদিনের মতো তিনি ঐ দিনও সকাল ৮ঃ৩০ মিনিট এর সময় বাড়ি থেকে বের হয় এবং তিনি ২৩ /১২/২০২০ রাতে বাড়িতে আর ফিরে আসেনি ।তার মা বাবা আত্মীয় সজনের বাড়িতে এবং আশে পাশে খোঁজ নিয়ে তাকে পাওয়া যায়নি। যদি কোনো সরিদয়বান ব্যক্তি তার কোনো খোজ পেয়ে থাকেন তাহলে উক্ত ঠিকানা+ ফোন নম্বরে যোগাযোগ করেন। মোবাইল -01714207666 মোবাইল -01758574005
