একটি হারানো সংবাদ!
ইয়াছিন নামের ১১বছর বয়সী এই ছেলেটি হারিয়ে গিয়েছে। ছেলেটির বাসা ঝিনাইদহে ভুটিয়ারগাতী গ্রামের বসুন্ধরা গ্যাস দিপো সংলগ্ন এলাকায়।
ছেলেটি ঝিনাইদহ দারুসসুন্না নূরানী মাদ্রাসা তে পঞ্চম শ্রেণীতে পড়ে।
এই ছেলেটি আজ সকাল আটটায় বন্ধুর বাসায় যাওয়ার কথা বলে, বাসা থেকে বের হয়।
এখনো পর্যন্ত সে বাসায় ফিরে নাই, এবং নিকট আত্মীয় স্বজনসহ শহরের সমস্ত জায়গাতে তাকে খোঁজ করার পরেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
হারিয়ে যাওয়া ইয়াসিন ছেলেটির
গায়ের রং সাদা।
পর্নে রয়েছে নীল পাঞ্জাবী এবং পায়জামা। ছেলেটিকে শনাক্ত করার জন্য রয়েছে তার একটি ছবি এবং দারুস সুন্নাহ নূরানী মাদ্রাসার স্টুডেন্ট কার্ড।
যদি কোন ব্যক্তি ছেলেটির ছবি দেখে সন্ধান করতে পারেন বা খোঁজ পেয়ে থাকেন তাহলে দয়া করে অবশ্যই নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন।
মোবা;০১৭০০৬৮৬৮৯৬।