নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী উৎসব
মেহেরপুরের মুজিবনগর উপজেলার রতনপুর স্লুইস গেটে ছবি তোলার সময় পা পিছলে ভৈরব নদের স্রোতে ভেসে নিখোঁজ হয়েছে উৎসব (১৭) নামের এক ছাত্র। সে গাংনী উপজেলা শহরের ফজলুল হকের ছেলে।
শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।
মুজিবনগর থানা পুলিশ ও মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভেল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাশেম জানান, গাংনী থেকে উৎসব ও বোরহান নামের দুই কিশোর মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর স্লুইস গেটে ছবি তুলতে যায়। ছবি তোলার এক পর্যায়ে উৎসব পা পিছলে ভৈরব নদে পড়ে যায়। এ সময় স্রোতের তোড়ে সে নিখোঁজ হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল ঘিরে রাখে। প্রচণ্ড স্রোতে তারা অভিযানে নামতে পারছে না।
তিনি আরও জানান, নিখোঁজ উৎসব চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। আর তার সঙ্গে থাকা বোরহানকে থানায় রাখা হয়েছে।